images

জাতীয়

বাংলাদেশিদের জন্য দক্ষিণ কোরিয়া শ্রমবাজার খুলল

মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১ , ০৮:৩৭ পিএম

images

করোনা মহামারির কারণে বাংলাদেশি কর্মীদের জন্য দক্ষিণ কোরিয়ার দুয়ার বন্ধ ছিল। বর্তমানে করোনা সংক্রমণ কমায় বাংলাদেশি কর্মীদের জন্য দুয়ার খুলেছে দেশটি।

মঙ্গলবার (৯ নভেম্বর) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদকে তার কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং গুন।

দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রদূত লি বাংলাদেশ সরকারকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছেন।

প্রবাসীকল্যাণমন্ত্রী কোরিয়া সরকারের এই সিদ্ধান্তের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রমিকদের কোরিয়ায় প্রবেশ সুষ্ঠু ও সফলভাবে পরিচালনার জন্য কোরিয়া কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতারও আশ্বাস দেন ইমরান আহমেদ।

২০০৮ সাল থেকে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) আওতায় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ দিয়েছে কোরিয়া সরকার। এই কর্মসূচির আওতায় প্রতি বছর ২-৩ হাজার বাংলাদেশি কর্মী দেশটিতে যাচ্ছেন। বর্তমানে এই কর্মসূচির আওতায় প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি কর্মী আছেন কোরিয়ায়।

এফএ/এসকে