images

জাতীয় / রাজনীতি

‘বিএনপির ৩ শর্ত না মানলে জাতীয় নির্বাচন হবে না’

বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭ , ০৩:৫৬ পিএম

images

বিএনপির তিন শর্ত না মানলে জাতীয় নির্বাচন হবে না। বললেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ৯০ এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনের মুক্তির দাবিতে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, রোডম্যাপ ঘোষণার আগে নির্বাচন কমিশনকে তিনটি শর্ত মানতে হবে। সেগুলো হলো, খালেদা জিয়া ও তারেক রহমানসহ সকল নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে ও যারা ৫ জানুয়ারি মার্কা নির্বাচন করে লুটপাট করছে যাদের লজ্জা সরম কিছু নেই তারা ক্ষমতায় থাকতে পারবে না, থাকবে নির্বাচন কালীন সহায়ক সরকার।

তিনি বলেন,  “এই তিনটি শর্ত মেনে নিলে তার পরের দিন বিএনপি আনুষ্ঠানিক ভাবে নির্বাচনে যাবার ঘোষণা দিবে। এর বাহিরে যতই চেষ্টা করুন বাংলাদেশে কোনো জাতীয় নির্বাচন হবে না। হতে দেয়া হবে না।”

সরকারের মাথা খারাপ হয়ে গেছে উল্লেখ করে বিএনপির এই মুখপাত্র বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনাও স্বস্তিতে নেই। তারা বলে ছিল তারা নাকি ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছ। কোথায় গেলো সেগুলো। এখন তো প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ থাকছে না।”

ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

আর/এসএস