images

জাতীয় / আইন-বিচার

গুলিস্তানে বিস্ফোরণে পুলিশের মামলা : প্রতিবেদন ১১ এপ্রিল

শুক্রবার, ১০ মার্চ ২০২৩ , ০৭:৪০ পিএম

images

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় পুলিশের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। 

শুক্রবার (১০ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম মামলার এজাহার গ্রহণ করে এ আদেশ দেন। 

এর আগে, অবহেলার অভিযোগ এনে বৃহস্পতিবার রাতে রাজধানীর বংশাল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

বংশাল থানা সূত্রে জানা যায়, ভবন মালিকসহ সংশ্লিষ্টদের দায় এবং গ্যাস সংযোগ ও নকশাসহ কী কী গাফেলতি রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, বিস্ফোরণের ঘটনায় গত ৯ মার্চ ভবন মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন ওয়াহিদুর রহমান, মতিউর রহমান এবং মোতালেব মিন্টু। এরমধ্যে ওয়াহিদুর এবং মতিউর সম্পর্কে ভাই। তারা বিস্ফোরণ হওয়া ওই ভবনটির মালিক। আর মিন্টু ওই ভবনের বেজমেন্টে থাকা ‘বাংলাদেশ সেনিটারি’ নামের দোকানের মালিক।

প্রসঙ্গত, গত ৭ মার্চ গুলিস্তানের সিদ্দিকবাজারে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে।