images

জাতীয় / অপরাধ

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সার্ভার হ্যাক, বিপুল পরিমাণ অর্থ দাবি

বুধবার, ২২ মার্চ ২০২৩ , ০৭:৫৮ পিএম

images

গত পাঁচ দিন আগে হ্যাক হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ইমেইল সার্ভারটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। 

শুক্রবার (১৭ মার্চ) বিমান বাংলাদেশের মেইল সার্ভার র‌্যানসমওয়্যারের মাধ্যমে হ্যাকিংয়ের শিকার হয়। র‌্যানসমওয়্যার হলো বিশেষ এক ধরনের ম্যালওয়ার, যা কম্পিউটার বা সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।

সার্ভারটি ফিরিয়ে দিতে বিপুল অর্থ দাবি করে ১০ দিন সময় বেধে দিয়েছে হ্যাকাররা। বিপুল পরিমাণ অর্থ না দেওয়া হলে হ্যাকাররা সব তথ্য ফাঁস করে দেওয়ারও হুমকি দিয়েছে।

এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। হ্যাকারদের আক্রমণের ফলে কোনো তথ্য ফাঁস হয়ে গেছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এখনো বিষয়গুলো সেভাবে জানা যায়নি।

জানা গেছে, সার্ভার হ্যাক হওয়ায় প্রতিষ্ঠানটির নিজেদের মেইল থেকে অভ্যন্তরীণ ও বৈদেশিক যোগাযোগগুলো বন্ধ রয়েছে। এ ঘটনায় ব্যাপক ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে পারে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।