images

জাতীয়

আজ বাংলাদেশে আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন

রোববার, ২২ অক্টোবর ২০১৭ , ১০:০২ এএম

images

মিয়ানমারে রোহিঙ্গা নিধন নিয়ে গঠিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তিন সদস্য আজ বাংলাদেশে আসছেন। রাখাইনে মিয়ানমার সামরিক বাহিনীর বিরুদ্ধে গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগের বিষয়ে মূল্যায়ন করতে তারা আসছেন।

মিশনের প্রধান হিসেবে রয়েছেন ইন্দোনেশিয়ার মারজুকি দারুসমান। অপর দুই সদস্য হচ্ছেন শ্রীলংকার রাধিকা কুমারাস্বামী ও অস্ট্রেলিয়ার ক্রিস্টোফার ডমিনিক সিডোটি। তারা আগামী এক সপ্তাহ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

মিয়ানমারে বিশেষ করে রাখাইনে সামরিক বাহিনীর হাতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের পরিপ্রেক্ষিতে গেলো মার্চে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল এই স্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠন করে। মিশনের কাজ হচ্ছে সংঘটিত অপরাধের বিষয়ে তথ্য সংগ্রহ করে প্রতিবেদন দেয়া।

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে তার প্রথম মৌখিক বক্তব্যে মিশনের প্রধান মারজুকি দারুসমান বলেন, এটি আমাদের কাছে পরিষ্কার সেখানে খুব বড় ধরনের মানবিক বিপর্যয় সংঘটিত হচ্ছে। যেটির প্রতি এখনই দৃষ্টি দেয়া প্রয়োজন।

তিনি আরো বলেন, আমরা তথ্য সংগ্রহের জন্য মিয়ানমার যেতে আগ্রহী এবং সেজন্য আমরা মিয়ানমার সরকারকে অবহিত করেছি। তবে মিয়ানমার সরকারের পক্ষ থেকে এখনো তাদের অনুমতি দেয়া হয়নি।

আগামী বছরের মার্চে মিশনকে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এ/এসএস