images

জাতীয়

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন (ভিডিও)

শনিবার, ০৪ নভেম্বর ২০২৩ , ০২:৪২ পিএম

Failed to load the video

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সবুজ পতাকা উড়িয়ে এই অংশের উদ্বোধন করেন তিনি। 

উদ্বোধন শেষে মেট্রোরেলে চড়ে মতিঝিল যাচ্ছেন সরকারপ্রধান। এরপর বিকেল ৪টায় মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।  

এর আগে, গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করা হয়। সে সময় উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ১০ মাস পর আজ (শনিবার) আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দ্বিতীয় অংশের উদ্বোধন করা হলো।

আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত সাতটি স্টেশন রয়েছে। এর মধ্যে প্রথমে চালু হবে ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল স্টেশন। এরপর চলতি মাসেই ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চালু হবে। তারপর আগামী দুই মাসের মধ্যে একে একে চালু হবে শাহবাগ, কাওরানবাজার ও বিজয় সরণী স্টেশন।  

উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত যেতে যাত্রীদের ৩১ মিনিট সময় লাগবে। আর ভাড়া লাগবে ১০০ টাকা। তবে যাদের র‌্যাপিড পাস রয়েছে তারা ১০ শতাংশ ডিসকাউন্ট পাবেন।

৩৩ হাজার ৪৭২ কোটি টাকা ব্যয়ে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার এলিভেটেড মেট্রোরেল লাইন নির্মাণের ফাস্ট ট্র্যাক প্রকল্প বাস্তবায়ন করছে সরকার।