images

জাতীয়

যে কারণে সিদ্ধান্ত থেকে সরে এলো কোয়াব

সোমবার, ১১ মার্চ ২০২৪ , ০৪:৩৬ পিএম

images

টেলিভিশন সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

সোমবার (১১ মার্চ) বিকেলে সংগঠনটির সভাপতি এ বি এম সাইফুল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সমস্যা সমাধানের পদক্ষেপ না নেওয়ায় আজ (সোমবার) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী চার ঘণ্টা সারাদেশে প্রতীকী ধর্মঘট হিসেবে ক্যাবল টিভি সেবা বন্ধ রাখার কর্মসূচি দেওয়া হয়েছিল। কিন্তু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত আমাদের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করায় এই ব্ল্যাকআউট কর্মসূচি স্থগিত করা হয়েছে।

কোয়াবের দাবিগুলো হলো-

১. ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা আইপিভিত্তিক ভিডিও প্রোগ্রাম, অনলাইন টিভি প্ল্যাটফর্ম এ এফটিপি, এনআইক্স, বিডিআইএক্সসহ অন্যান্য সার্ভারের মাধ্যমে কেবল টিভির দেশি-বিদেশি পে-চ্যানেল প্রচার করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে। এগুলো অতিদ্রুত বন্ধ করার জন্য পদক্ষেপ নিতে হবে। ক্যাবল অপারেটররা বৈধভাবে ইন্টারনেট ব্যবসা পরিচালনায় বাধা দূর করতে কালো আইন বাতিল করা।

২. ওটিপি, আইপি টিভি প্লাটফর্মে লিনিয়ার টিভি চ্যানেল প্রচার বন্ধ করাসহ যেন বিনামূল্যে প্রচারিত না হয় সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া।

৩. নীতিমালা ও বিধিমালার আলোকে অতি দ্রুততার সঙ্গে কেবল টিভি ডিজিটালাইজেশন বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেওয়া।

৪. কেবল টিভি ব্যবসার শৃঙ্খলা রক্ষার্থে পূর্বের নিয়মে ক্যাবল টিভি খাতে বিবিধ অভিযোগ ও অনিয়ম দ্রুত সমাধান করার জন্য এবং এই খাত থেকে সরকারের রাজস্ব আহরণে বাংলাদেশ টেলিভিশনকে এককভাবে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।