images

জাতীয়

বেবিচকের নতুন চেয়ারম্যান সাদিকুর রহমান 

শুক্রবার, ২৮ জুন ২০২৪ , ০৫:৪৩ পিএম

images

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান হিসেবে এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সাদিকুর রহমান বর্তমান চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।

এর আগে, মফিদুর রহমানের অবসর-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তাকে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

২০১৯ সালের ১৮ জুন মফিদুর রহমানকে বেবিচকের চেয়ারম্যান পদে বসানো হয়। দুই দফায়  তার চাকরির মেয়াদ বৃদ্ধি করা হয়।