শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ , ০৫:১৫ পিএম
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় আগামী কয়েকদিন গ্যাসের চাপ কম থাকবে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বার্তায় বলা হয়েছে, বিবিয়ানা ও তিতাস গ্যাস ফিল্ডের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য কয়েকদিন গ্যাস উৎপাদন কিছুটা হ্রাস পাবে। তাই তিতাস গ্যাস অধিভুক্ত কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আরটিভি/এসএপি/এআর