images

জাতীয়

পেট্রোবাংলার চেয়ারম্যান পদে যোগ দিলেন রেজানুর রহমান

রোববার, ০৫ জানুয়ারি ২০২৫ , ০৮:০৬ পিএম

images

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান পদে যোগদান করেছেন অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমান। 

বৃহস্পতিবার তিনি ওই পদে যোগদান করেন বলে রোববার (৫ জানুয়ারি) পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, পেট্রোবাংলায় যোগদানের আগে বিদ্যুৎ বিভাগে অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন রেজানুর রহমান। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা।

কর্মকালে রেজানুর রহমান মাঠ প্রশাসনে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ডিডিএলজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন।

রেজানুর রহমান জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পরিচালক এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল বিভাগ থেকে স্নাতক ও আইটিসি, নেদারল্যান্ডস থেকে প্রফেশনাল মাস্টার ডিগ্রি অর্জন করেন তিনি।

আরটিভি/এফএ