images

জাতীয়

ইসির সঙ্গে বৈঠকে বসছে ইইউ

মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ , ০৪:৪১ এএম

images

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও কোনো সহায়তা লাগবে কি না, তা জানতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ লক্ষে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসছে ইইউ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। ইউরোপীয় ইউনিয়নের দু’জন গণতন্ত্র বিশেষজ্ঞ- মেট বেকেন এবং মাইকেল লিডর এতে অংশ নেবেন।

ইসির উপসচিব মো. মিজানুর রহমানের জারি করা এ সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে। 

বৈঠকে তারা ইসির সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ, গুরুত্বপূর্ণ নির্বাচনি সংস্কার ও অগ্রাধিকার, নির্বাচনি সংস্কারে নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার নিবন্ধন, রাজনৈতিক দল নিবন্ধন এবং আন্তর্জাতিক সহায়তা নিয়ে আলোচনা করবেন।

নির্বাচন কমিশন আগামী এক থেকে দেড় বছরের মধ্যে নির্বাচনের সময় ধরে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। ইতিমধ্যে ভোটার নিবন্ধনের কাজ শুরু করেছে। সীমানা পুনর্নির্ধারণ ও দল নিবন্ধনের কাজ সংস্কার প্রস্তাব চূড়ান্ত করবে।

নির্বাচনের সহায়তা দেওয়ার জন্য ইতিমধ্যে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি এগিয়ে এসেছে। সংস্থাটি ভোটার নিবন্ধনে ইতিমধ্যে কম্পিউটারসহ বিভিন্ন উপকরণ দিয়ে সহায়তা করেছে। সামনে নির্বাচনি প্রযুক্তিগত সহায়তাও অব্যাহত রাখার কথা জানিয়েছে।

আরটিভি/একে