images

জাতীয়

আয়নাঘরও আন্তর্জাতিকভাবে নথিভুক্ত হবে: উপদেষ্টা আসিফ

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ , ০৮:৩০ পিএম

images

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় সংগঠিত গণহত্যা আন্তর্জাতিকভাবে নথিভুক্ত ও প্রকাশিত হয়েছে। তেমনি আয়নাঘরও আন্তর্জাতিকভাবে নথিভুক্ত করা হবে। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তারুণ্যের উৎসবের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, এর মাধ্যমে ফ্যাসিবাদী শক্তি আজীবন জনগণের শত্রু হিসেবে বিবেচিত হবে।

তিনি আরও বলেন, পুরো বিশ্ববাসী আয়নাঘর দেখার পরও ফ্যাসিবাদী শক্তি তা অস্বীকার করার মতো নির্লজ্জ অবস্থান নিচ্ছে। তবে তাতে আর লাভ হবে না। কারণ, আয়নাঘরও আন্তর্জাতিকভাবে নথিভুক্ত হবে।

উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থান থেকে শুরু করে সব ক্ষেত্রে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তরুণরা জেগে থাকলে বাংলাদেশ পথ হারাবে না। 

এ সময় ঐক্যের শক্তিতে নতুন বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

আরটিভি/আইএম-টি