images

জাতীয়

বিমানবাহিনীর গুলিতে যুবকের মৃত্যুর তথ্য সঠিক নয়: আইএসপিআর

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ , ০৫:৩০ পিএম

images

কক্সবাজারে বিমানবাহিনীর গুলিতে এক যুবক নিহত হয়েছে বলে যে দাবি করা হচ্ছে, তা সঠিক নয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি।

আইএসপিআর জানায়, কক্সবাজারে বিমানবাহিনীর গুলিতে যুবক নিহত হয়েছে বলে অপপ্রচার চালানো হচ্ছে। ঘাঁটিতে কিছু স্থানীয় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় বিমানবাহিনীর চার সদস্য আহত হয়েছেন। তারা চিকিৎসাধীন।

এর আগে, এদিন দুপুরে কক্সবাজার পৌরসভার সমিতিপাড়ায় বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে দুর্বৃত্তদের সঙ্গে বিমানবাহিনী সদস্যদের ইটপাটকেল নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় শিহাব কবির নাহিদ (৩০) নামে এক তরুণের মৃত্যু হয় বলে খবর ছড়িয়ে পড়ে।

আরটিভি/এসএইচএম