images

জাতীয়

একযোগে পদোন্নতি পেলেন ১০২ এএসপি

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:২২ এএম

images

একযোগে ১০২ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পুলিশ সদরদপ্তর থেকে ১০২ এএসপির এ পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

প্রজ্ঞাপনে পদোন্নতির আদেশটি অবিলম্বে কার্যকরের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও পদোন্নতিপ্রাপ্তদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর নতুন পদে যোগদান পত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

আরটিভি/এসএইচএম/এস