images

জাতীয়

ঈদে পদ্মা সেতুতে যান চলাচলে নতুন সিদ্ধান্ত

রোববার, ০৯ মার্চ ২০২৫ , ০৭:৩৭ পিএম

images

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পদ্মা সেতুতে যান চলাচলে গতিসীমা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (৯ মার্চ) বিকেলে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, ঈদে যানজট এড়াতে পদ্মা সেতুতে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে গাড়ি চলার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। 

তিনি বলেন, পদ্মা সেতুতে আগে যান চলাচলের গতিসীমা ৬০ কিলোমিটার ছিল। ঈদের সময় যানবাহনগুলো যেন দ্রুত যেতে পারে সে জন্য গতিসীমা ৮০ কিলোমিটার করার সিদ্ধান্ত হয়েছে। এতে যানজট হবে না, গাড়িও আটকে থাকবে না। 

আরও পড়ুন
06_20250306_194618614

ঈদে যখন যে অঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি হবে

ফাওজুল কবির খান বলেন, ঈদের আগে রাস্তা সংস্কার করা এবং এগুলো আইডেন্টিফাই করা হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১৫ রমজানের মধ্যেই যতটা সম্ভব সড়কের সংস্কারকাজ করা হবে।

তিনি বলেন, ঈদ উপলক্ষে এক থেকে দেড় কোটি মানুষ গ্রামে যায়। ঢাকায় ছয়টা বাস টার্মিনাল এবং নৌ টার্মিনালে সিসি ক্যামেরা বসানো হবে। যাত্রীদের কী অসুবিধা হচ্ছে, কোথায় কী হয়রানি হচ্ছে- এগুলো তাৎক্ষণিক মনিটরিং করা হবে। 

সড়ক উপদেষ্টা বলেন, আশা করি এবার যানজট কম হবে। টিকিট যাতে কালোবাজারি না হয় সেজন্য মালিকপক্ষ আশ্বস্ত করেছে। কারণ ছুটি অনেক দিন। যারা বাড়ি যাবেন, তারা একদিন আগে-পরে করে যেতে পারবেন।

আরটিভি/আরএ