images

জাতীয়

ইউনূস-মোদির বৈঠক নিয়ে এখনো ঢাকার চিঠির জবাব দেয়নি দিল্লি

রোববার, ২৩ মার্চ ২০২৫ , ০৫:৫৯ পিএম

images

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক বিষয়ে দিল্লির কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। 

রোববার (২৩ মার্চ) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এর আগে, বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থা বিমসটেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই দেশের প্রধানের বৈঠক চেয়ে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ। এই পত্র দেওয়ার পর এরই মধ্যে চার দিন পার হয়েছে।

এ বিষয়ে তৌহিদ হোসেন বলেন, না, কোনো উত্তর আসেনি। আমরা তো মাত্র জানালাম।

আরও পড়ুন
Web-Image

জিএম কাদের ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ

এপ্রিলের প্রথম সপ্তাহে ব্যাংককে বিমসটেকের শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে। এই সম্মেলনের ফাঁকে মোদির সঙ্গে বৈঠক চান ড. ইউনূস। ভারতীয় গণমাধ্যমগুলো বৈঠক হওয়া নিয়ে নেতিবাচক বার্তা দিচ্ছে।

তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নয়াদিল্লিতে সংসদীয় প্যানেলের একটি বৈঠকে যে তথ্য দিয়েছেন, সেটি ভিন্ন বার্তা দিচ্ছে। জয়শঙ্কর বলেছেন, ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদির বৈঠক আয়োজনে বাংলাদেশের অনুরোধ বিবেচনায় রয়েছে।

আরটিভি/এএইচ-টি