images

জাতীয়

প্রতারক আশরাফুজ্জামান মিনহাজ গ্রেপ্তার

বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ , ১০:৫৭ এএম

images

ভিন্ন ভিন্ন কায়দায় প্রতারণা করে অর্থ উপার্জন করে আসা আশরাফুজ্জামান মিনহাজকে গ্রেপ্তার করা হয়েছে। 

রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসী মামলায় বৃহস্পতিবার (২৭ মার্চ) দিনগত রাতে শরীয়তপুরের নড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ব্যবহার করে প্রতারণা করায় মিনহাজের বিরুদ্ধে আদালতে আরেকটি মামলা করা হয়েছে। 

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে বৃহস্পতিবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক মো. ইলতুৎমিশ সওদাগর এ্যানি বাদী হয়ে মামলাটি করেন। পরে এ বিষয়ে শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণ করে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এর আগে, গত ২৫ মার্চ  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আশরাফুজ্জামান মিনহাজ একজন প্রতারক ও ধান্দাবাজ। বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে অপকর্ম করে বেড়ানোই তার মূল পেশা।

এ অবস্থায় আশরাফুজ্জামান মিনহাজের সঙ্গে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পর্ক না রাখার অনুরোধ জানানো হয়। 

আরও পড়ুন
RTV-photo

পিতা মুক্তিযোদ্ধা না হলেও কন্যা মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ভাঙিয়ে আশরাফুজ্জামান মিনহাজ বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। তবে, তারেক রহমানের সঙ্গে মিনহাজের সখ্যতার দাবিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ছাড়া এই প্রতারক ও তার কথিত স্ত্রী পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জিনিয়া জিন্নাতের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি, মামলা বাণিজ্য, হয়রানি, অবৈধ সম্পদ অর্জন ও পাচারের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করা হয়েছে। এসব অপরাধ করতে আমলা, পুলিশ, রাজনীতিবিদ ও বিচার বিভাগকে ব্যবহারের বিষয়েও অভিযোগে তুলে ধরা হয়েছে।

Posted by Facebook on Date:

 

আরটিভি/আরএ/এস