images

জাতীয়

ঢাকার পথে প্রধান উপদেষ্টা

শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ০৮:৩৩ পিএম

images

৬ষ্ঠ বিমসটেক সম্মেলন শেষে ঢাকার উদ্দেশে ব্যাংকক ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সময় শুক্রবার (৪ এপ্রিল) রাত ৮টা ৪৫ মিনিটে ব্যাংকক ত্যাগ করেন তিনি। 

প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বিমসটেক সম্মেলন শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে ব্যাংকক ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এ সময় থাই মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান।

আরও পড়ুন
Web-Image

ড. ইউনূসের সঙ্গে বৈঠকের পর মোদির পোস্ট

এর আগে, বৃহস্পতিবার তিনি ব্যাংকক পৌঁছান এবং সম্মেলনের পাশাপাশি প্রতিবেশী কয়েকটি দেশের সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ একাধিক কর্মসূচিতে অংশ নেন। এসব বৈঠকের মধ্যে উল্লেখযোগ্য ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক।

এ ছাড়া আগামী দুই বছরের জন্য বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ।

আরটিভি/আরএ/এআর