images

জাতীয়

১৭ ও ২৪ মে শনিবার সরকারি অফিস খোলা

মঙ্গলবার, ০৬ মে ২০২৫ , ০২:৫০ পিএম

images

কোরবানির ঈদে নির্ধারিত ছুটি কাটানোর আগে চলতি মাসে ১৭ ও ২৪ মে শনিবার সরকারি চাকরিজীবীদের অফিস করতে হবে।

মঙ্গলবার (৬ মে) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

আরও পড়ুন
Web-Image

ঈদুল আজহায় লম্বা ছুটি ঘোষণা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে লম্বা ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ সচিবালয়ে উপদেষ্টা পরিষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শফিকুল আলম পোস্টে লেখেন, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে, ঈদুল আযহায় ১০ দিনের ছুটি থাকবে। 

পবিত্র ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি ঘোষণা করা হয়েছিল। এই ছুটি শুরুর দুই দিন আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি ছিল। পরদিন বৃহস্পতিবার ২৭ মার্চ এক দিন অফিস খোলা ছিল।

আরটিভি/এমএ