images

জাতীয় / রাজনীতি

'কৌশল' নির্ধারণ করতে বৈঠক ডেকেছেন খালেদা

শুক্রবার, ২৬ জানুয়ারি ২০১৮ , ১২:৫৮ পিএম

images

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। 

জাতীয় স্থায়ী কমিটি দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম। 

শনিবার (২৭ জানুয়ারি) দিনগত রাত ৯টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান আরটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। 

জানা গেছে, ওই রায় দেয়াকে কেন্দ্র করে দলের কৌশল নির্ধারণ করতেই স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে। 

এক্ষেত্রে বিএনপির রাজনৈতিক কৌশল, রায় অপ্রত্যাশিত হলে কর্মসূচিসহ নানা বিষয়ে আলোচনা হবে।

এসজে