images

জাতীয়

ঈদে নৌযাত্রায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

বুধবার, ২১ মে ২০২৫ , ০২:৩২ পিএম

images

অন্য বছরগুলোর মতো এবারও আসন্ন ঈদুল আজহায় যাত্রা নিরাপদ করতে নৌপথে ১০ দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। এর মধ্যে ঈদের আগে তিনদিন এবং পরে সাত দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে।

বুধবার (২১ মে) দুপুরে ঈদযাত্রা নিয়ে বিআইডব্লিউটিএ এবং লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ঈদ সামনে রেখে উত্তরবঙ্গের রৌমারি থেকে চিলমারী পর্যন্ত নতুন নৌপথ চালু হচ্ছে। এই রুটে দুটি ফেরি চলবে, যা সংযুক্ত করবে জামালপুরের সঙ্গে।

এ সময় শ্রমিকদের পাওনা নিয়েও কথা বলেন উপদেষ্টা। 

তিনি বলেন, গাজীপুরের টিএনজেড, মাহমুদ গার্মেন্টসসহ বেশ কয়েকটি কারখানা মালিকদের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে ২৮ মে’র মধ্যে বাড়ি বিক্রি করে টিএনজেড শ্রমিকদের পাওয়া পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যথায় বিদেশে পালিয়ে যাওয়া ওই মালিকের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হবে।

আরটিভি/আইএম