images

জাতীয়

মালয়েশিয়ায় বৈধতা পাচ্ছে ২ লাখ বাংলাদেশি

বুধবার, ০৭ ডিসেম্বর ২০১৬ , ০৩:৩৮ পিএম

images

মালয়েশিয়ায় বৈধতা পাচ্ছে ২ লাখ বাংলাদেশি। তাদের দ্রুত বৈধতা দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। জানালেন বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বুধবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত ওয়ানজা ক্যাম্পোস নবরেগার সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

বানিজ্যমন্ত্রী বলেন, মালয়েশিয়ায়  ২ লাখ বাংলাদেশিকে বৈধতাসহ কাজের সুযোগ দেবে সে দেশের সরকার। কুয়ালালামপুরে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট-২০১৬-এর উদ্বোধন শেষে দেশটির উপ-প্রধানমন্ত্রী ড. আহমেদ জাহিদ হামিদির সঙ্গে এ বিষয়ে বৈঠক হয়েছে। তিনি বাংলাদেশিদের বৈধতার বিষয়টি অবহিত করেন।

তোফায়েল আহমেদ বলেন, এবারের সম্মেলনে আমাদের বেশ কিছু রপ্তানিযোগ্য পণ্যের প্রদর্শন করা হয়েছে। বাংলাদেশি পণ্যের সাড়া বেশ ভালো। ওই সামিটে মালয়েশিয়ার বড় বড় ২শ কোম্পানি অংশগ্রহণ করে। তাদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে।

এইচটি/ এমকে