images

জাতীয় / অপরাধ

শাহনাজের বাইক উদ্ধার, আসামি আটক

বুধবার, ১৬ জানুয়ারি ২০১৯ , ১০:৫৬ এএম

images

সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করা নারী  শাহনাজ আক্তারের চুরি যাওয়া বাইক উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে চুরি যাওয়া বাইক ও আসামি জনিকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন  পুলিশের তেজগাঁও জোনের সহকারী কমিশনার আবু তৈয়ব। জনিকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

আবু তৈয়ব বলেন, জনি একজন শিক্ষার্থী। প্রতারণার মাধ্যমে বাইকটি সে চুরি করেছে বলে স্বীকার করেছে। এখন শাহনাজের হাতে আনুষ্ঠানিকভাবে বাইকটি তুলে দেয়া হবে।

গতকাল মঙ্গলবার শাহনাজের বাইকটি চুরি যাওয়ার পর শাহনাজ শেরেবাংলা নগর থানায় অভিযোগ করেন। তার অভিযোগের প্রেক্ষিতেই পুলিশ অভিযান চালিয়ে বাইকটি উদ্ধার করে।

থানায় করা অভিযোগ সূত্রে জানা যায়, ওই যুবক শাহনাজের অল্প দিনের পরিচিত। শাহনাজকে চাকরি দেয়ার কথা বলে মঙ্গলবার তার সঙ্গে দেখা করেন জনি। দুপুরে খামারবাড়ি এলাকায় শাহনাজ বাইকের পাশে ছিলেন, আর ওই যুবক শাহনাজের বাইকে উঠে কথা বলছিলেন। কথার একপর্যায়ে প্রতারণা করে শাহনাজকে রেখে আকস্মিকভাবে বাইকটি নিয়ে সটকে পড়েন জনি।

আরও পড়ুন

এমকে