রোববার, ০৩ মার্চ ২০১৯ , ০১:১৫ পিএম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের(ডিএসসিসি) নেতৃত্বে গঠিত টাস্কফোর্স ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গুদাম ও কারখানা বন্ধে তৃতীয় দিনের মতো অভিযানে নেমেছে।
রোববার বেলা ১২টার দিকে টাস্কফোর্সের একটি দল বিপুল সংখ্যক পুলিশ নিয়ে রাজধানীর চকবাজারের চুড়িহাট্টার নন্দ কুমার দত্ত লেনে অভিযান শুরু করে।
গতকাল শনিবার বকশিবাজারে এলাকাবাসীর বিক্ষোভের কারণে কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছিল অভিযান। এ কারণে আজ বিপুল সংখ্যক পুলিশ অভিযানে অংশ নিয়েছে।
মেয়র সাঈদ খোকনের নির্দেশে টাস্কফোর্স গঠন করে বৃহস্পতিবার থেকে শুরু হয় আবাসিক ভবন থেকে কেমিক্যাল অপসারণ অভিযান। অভিযানে বৃহস্পতিবার পুরান ঢাকার ২১টি ও শনিবার ১৩টি ভবনের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
গত ২০ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় মোট ৭১ জন মারা গেছেন।
এসএস