images

জাতীয়

‘ধর্মকে রাজনীতির হাতিয়ার বানানো যাবে না’

বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬ , ০৬:২৯ পিএম

images

ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। ধর্ম যার যার, উৎসব সবার। ধর্মকে রাজনীতির হাতিয়ার বানানো যাবে না। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে খ্রিস্টান সম্প্রদায়ের বড় দিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু ঢাকার আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও পোপ ফ্রান্সিসের কার্ডিনাল পদে নিয়োগ পাওয়ায় অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, ধর্ম অতি পবিত্র বিষয়।পারস্পরিক শ্রদ্ধাবোধ নিয়ে এদেশে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছেন। 

শেখ হাসিনা বলেন, নিজেকে দেশের সেবক মনে করি। তবে অনেক বাধা আছে। মানুষের জন্য কাজ করতে গেলে বাধা আসবেই। কোনো বাধাই কাজের গতি কমাতে পারবে না ।

এস/এসজেড