images

জাতীয় / রাজনীতি

কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন মুকুল বোস

মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০১৭ , ০৬:৫৩ পিএম

images

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নতুন সদস্য মনোনীত হলেন দলটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোস। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাকে এ মনোনয়ন দেন।

সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত মুকুল বোস ২০০৯ সালের সম্মেলনে কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়েন। ২০১২ সালের সম্মেলনেও দলে ফিরতে পারেননি এই নেতা। সবশেষ দলের ২০তম সম্মেলনের প্রায় ৩ মাসের মাথায় কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে মনোনয়ন পেলেন তিনি। 

দীর্ঘদিন দলের বাহিরে থাকার পর কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত হওয়ায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মুকুল বোস।


এইচটি/এসজে