রোববার, ১৫ জানুয়ারি ২০১৭ , ০৯:০৯ এএম
ইমান, আমল, আখলাখসহ ইসলামের বিভিন্ন বিষয়ে বয়ানের পর আখেরি মোনাজাত দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
রোববার ফজরের নামাজের পর থেকেই শুরু হয়েছে আম বয়ান। আম বয়ান শেষ হলে হবে হেদায়েতি বয়ান। আর তারপরই হবে আখেরি মোনাজত। দুপুর সাড়ে ১২ টার মধ্যে প্রথম পর্বের আখেরি মোনাজাত। এ উপলক্ষে টঙ্গি, গাজীপুর চৌরাস্তা, আশুলিয়া ও বিমানবন্দর এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এরইমধ্যে দেশ বিদেশের তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বিরা ছাড়াও ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে পুরো ইজতেমা ময়দান।
এদিকে, আখেরি মোনাজাতকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা ব্যবস্থা।
ওয়াই/এসজেড