images

জাতীয় / অপরাধ

রাজধানী থেকে আনসারুল্লাহ বাংলা টিমের ৪ সদস্য গ্রেপ্তার

রোববার, ০১ ডিসেম্বর ২০১৯ , ১০:৪৫ এএম

images

রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ এলাকা থেকে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

আজ রোববার (১ ডিসেম্বর) সকালে র‍্যাবের গণমাধ্যম শাখা থেকে এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

র‍্যাব বলছে, নিকুঞ্জ এলাকা থেকে ওই চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে বেশ কিছু উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে সংবাদ সম্মেলন করে জানাবে র‍্যাব।

এসএস