images

অন্যান্য / জনদুর্ভোগ

সারাদেশে পরিবহন ধর্মঘট, বিপাকে যাত্রীরা

মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ , ১০:৩৯ এএম

২ চালাকের দণ্ডের প্রতিবাদে সারাদেশে ধর্মঘট করছেন পরিবহন শ্রমিকেরা। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা মঙ্গলবার সকাল থেকে এ ধর্মঘট পালনের ডাক দেন।

সোমবার রাতে ঢাকার মতিঝিল কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন খুলনা বিভাগীয় সমন্বয়ক আব্দুর রহিম বক্স দুদু।

সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজনের নিহতের ঘটনায় মানিকগঞ্জে বাসচালক জামিরের যাবজ্জীবন কারাদণ্ডে দেন আদালত। এ রায়ের প্রতিবাদে রোববার থেকে খুলনা বিভাগের ১০ জেলায় ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়।

সোমবার সন্ধ্যা ৭টা থেকে বিভাগীয় ধর্মঘট প্রত্যাহারের কথা থাকলেও, আলাদা সড়ক দুর্ঘটনায় সোমবার ট্রাকচালককে মৃত্যুদণ্ডের শাস্তির প্রতিবাদে সারাদেশে ধর্মঘটের ডাক দেন পরিবহন শ্রমিকরা।

ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন মানুষ। চাপ বেড়েছে ছোট ছোট যানবাহন ও ট্রেনের ওপর।



এফএস/জেএইচ