images

অন্যান্য / জনদুর্ভোগ

পরিবহন শ্রমিকদের ধর্মঘট দুঃখজনক

মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ , ০৬:৪৯ পিএম

পরিবহন শ্রমিকদের ধর্মঘট দুঃখজনক বলে মন্তব্য করলেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার রায় নিয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শ্রমিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, জনগণকে কষ্ট না দিয়ে আদালতের সামনে নিজেদের বক্তব্য তুলে ধরুন।

সারাদেশে পরিবহন শ্রমিকদের ধর্মঘটে আদালত অবমাননা হচ্ছে কি না-এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, পরিবহন শ্রমিকদের উদ্দেশে বলতে চাই, জনগণকে কষ্ট না দিয়ে আদালতে এসে বক্তব্য তুলে ধরেন।

এসময় কুনিও হত্যা মামলার রায়কে বাংলাদেশের ইতিহাসে দ্রুততম সময়ে খুনের মামলা শেষ করার উদাহরণ হিসেবে তিনি চিহ্নিত করেন।

ডিএইচ