images

আইন-বিচার / অন্যান্য

খালেদার বিরুদ্ধে প্রতিবেদন ২৫ এপ্রিল

রোববার, ১৯ মার্চ ২০১৭ , ০৪:৩৩ পিএম

images

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও জাতিগত বিভেদ সৃষ্টির অভিযোগে করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল আসছে ২৫ এপ্রিল। জানালেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ।

ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ঠিক করেন। রোববার এ মামলায় খালেদার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার দিন ঠিক ছিলো। কিন্তু শাহবাগ থানা পুলিশ প্রতিবেদন জমা না দেয়ায় আদালত নতুন দিন ঠিক করেন। তদন্ত প্রতিবেদন দিতে এ পর্যন্ত ২৯ বার সময় নিয়েছে পুলিশ।

২০১৪ সালের ২১ অক্টোবর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী খালেদার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও জাতিগত বিভেদ সৃষ্টির অভিযোগে মামলাটি করেন। ওই দিন আদালত শুনানি শেষে শাহবাগ থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, খালেদা জিয়া ২০১৪ সালের ১৪ অক্টোবর বিকেলে শুভ বিজয়া অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় বলেছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী। তাদের কাছে কোনো ধর্মের মানুষ নিরাপদ নয়। এরা ক্ষমতায় এসে হিন্দুদের সম্পত্তি দখল ও নির্যাতন করেছে।

মামলায় বলা হয়, খালেদা জিয়ার এসব বক্তব্য যেমন ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। একইভাবে হিন্দু ও মুসলমানদের মধ্যে শ্রেণিগত বিভেদও সৃষ্টি করেছে। যা দণ্ডবিধির ১৫৩(ক) ও ২৯৫(ক) ধারার অপরাধ। মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানা জারির আবেদনও করা হয়েছিল।

 

এইচটি/জেএইচ