images

আইন-বিচার / অন্যান্য

পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র : অগ্রগতি জানতে চেয়েছেন হাইকোর্ট

সোমবার, ২০ মার্চ ২০১৭ , ০১:৩৫ পিএম

images

পদ্মা সেতু দুর্নীতির ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিটি গঠনের বিষয়ে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আসছে ৭ মে’র মধ্যে এ বিষয়ে আদালতকে জানাতে হবে।

সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। অগ্রগতি জানাতে রাষ্ট্রপক্ষের সময় আবেদন আমলে নিয়ে আদালত এ নির্দেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

এর আগে গেলো ১৫ ফেব্রুয়ারি পদ্মা সেতু নির্মাণ চুক্তি এবং দুর্নীতির ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠনে কেনো নির্দেশ দেয়া হবে না এবং দোষীদের কেনো বিচারের মুখোমুখি করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

২ সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ, স্বরাষ্ট্র, আইন ও যোগাযোগ সচিব এবং দুদকের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়। এছাড়া আদালতের নির্দেশ অনুযায়ী এ কমিটি বা কমিশন গঠনে কি পদক্ষেপ নেয়া হয়েছে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দেয়া হয়।

এইচটি/জেএইচ