images

অন্যান্য / আইন-বিচার

তারেক রহমানের শাশুড়ির বিরুদ্ধে পরোয়ানা

বুধবার, ১২ এপ্রিল ২০১৭ , ১২:২৬ পিএম

সম্পদের তথ্য গোপন রাখার অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন। আসছে ১৪ মে এ বিষেয়ে প্রতিবেদন দিতে বলেছেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সম্পদের হিসাব জমা দেয়ার জন্য ২০১২ সালের ২৫ জানুয়ারি ইকবাল মান্দ বানুকে নোটিশ দেয় দুদক। এরপর হাইকোর্টে রিট আবেদন করে স্থগিতাদেশ পান ইকবাল মান্দ বানু। এর বিরুদ্ধে দুদক আপিল করলে হাইকোর্টের আদেশ স্থগিত হয়ে যায়।

এরপর ২০১৪ সালের ৩০ জানুয়ারি দুদকের উপ-পরিচালক আর কে মজুমদার ঢাকার রমনা থানায় ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন রাখার অভিযোগে মামলা করেন।

মামলার তদন্ত শেষে গেলো ১৪ জানুয়ারি অভিযোগপত্র দেয়ার অনুমোদন দেয় দুদক। এরপর গেলো ১৯ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম শামসুল আরেফিনের আদালতে অভিযোগপত্র জমা দেন দুদকের উপ-পরিচালক আবদুস সাত্তার সরকার।

এইচটি/ এমকে