বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭ , ১২:৫০ পিএম
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার পর এবার চ্যারিট্যাবল ট্রাস্ট মামলায়ও বিচারক আবু আহমেদ জমাদারেরর প্রতি অনাস্থা জানিয়েছেন খালেদা জিয়া। বৃহস্পতিবার তার আইনজীবীরা বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে আদালত পরিবর্তেনের আবেদন করেন। তবে বিচারক তা নাকচ করে দিয়ে মামলার পরবর্তী শুনানির জন্য ১৮ মে দিন ঠিক করেছেন। এছাড়া ২৭ এপ্রিল জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে বেগম জিয়ার অসমাপ্ত বক্তব্য শুনানির দিন ঠিক করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার বকশি বাজারের অস্থায়ী আদালতে বেলা ১১টার পর চ্যারিট্যাবল ট্রাস্ট দুর্নীতির মামলার শুনানি শুরু হয়।
শুনানির শুরুতে খালেদার আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা এরই মধ্যে বিচারক পরিবর্তন করতে হাইকোর্ট আদেশ দিয়েছেন। দুটি মামলা একই ধরনের। তাই এ মামলাও পরিবর্তন দরকার। বেগম জিয়া আপনার (বিচারক আবু আহমদ জমাদারের) প্রতি অনাস্থা জানিয়েছেন। তাই চ্যারিট্যাবল ট্রাস্ট মামলা পরিবর্তনের আদেশ দেন।
বিএনপি নেত্রীর আইনজীবীদের এই আবেদনের পরে আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শোনেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, এই মুহূর্তে এ মামলা পরিবর্তনের সুযোগ নেই। মামলা শুনানি শুরু করা হোক।
দু’ পক্ষের বক্তব্য শুনে বিচারক বলেন, আমি মামলা পরিবর্তনের আদেশ দিতে পারব না। আপনারা উচ্চ আদালত থেকে আদেশ নিয়ে আসেন। এরপরই বিচারক পরবর্তী শুনানির জন্য ১৮ মে নতুন দিন ঠিক করেন।
এর আগে বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আদালত পরিবর্তনের আবেদন করেন খালেদা জিয়া। পরে শুনানি শেষে আদালত তার আবেদন মঞ্জুর করে মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে স্থানান্তর করেন।
এইচটি/ এমকে