images

অন্যান্য / মিডিয়া

তৃতীয় বছরে রেডিও ধ্বনি

বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭ , ০৫:২৩ পিএম

images

মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালির চিরায়ত সংস্কৃতি, মূল্যবোধকে ধারণ করে ২০১৫ সালের ১৪ এপ্রিল যাত্রা শুরু করে দেশের প্রথম ডিজিটাল নিউজ স্টেশন রেডিও ধ্বনি ৯১.২ এফএম।

প্রতিষ্ঠানের সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হোসেন চৌধুরীর একান্ত প্রচেষ্টায় দু’বছর আগে একঝাঁক উদ্যোমী তরুণ-তরুণীকে নিয়ে যাত্রা শুরু করে স্টেশনটি।

অল্প সময়ের মধ্যে সংবাদ, গান আর বিনোদনে সব মহলের সুনাম কুড়িয়ে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত স্টেশনটি রাজধানী গণ্ডি পেরিয়ে এখন সারাদেশে।

রেডিও ধ্বনির অনুষ্ঠান বিভাগের প্রধান আরমানুল হক জানান, পথচলার দু’বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করেছে রেডিও ধ্বনি কর্তৃপক্ষ। তবে পহেলা বৈশাখের সার্বিক ব্যস্ততার কথা বিবেচনায় অনুষ্ঠানটি হবে বৃহস্পতিবার।

রাজধানীতে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামের তৃতীয় তলায় বিকেল ৫টা থেকে ২য় বর্ষপূর্তির এই অনুষ্ঠানটি হবে।

এপি/ এমকে