images

অন্যান্য

নিম্ন আয়ের অধিকাংশ মানুষ পাননি ভাড়াটিয়া নিবন্ধন ফরম (ভিডিও)

মঙ্গলবার, ০৯ মে ২০১৭ , ১০:৫৪ এএম

images

রাজধানীর বেশিরভাগ নিম্ন আয়ের মানুষের কাছেই ভাড়াটিয়া নিবন্ধন ফরম পৌঁছেনি। অথচ অপরাধ প্রবণতার শিকার বিশাল গোষ্ঠীটির তথ্য সংগ্রহ না করা হলে মেট্রোপলিটন পুলিশের প্রশংসনীয় উদ্যোগটি সঠিক ভাবে বাস্তবায়ন না হবার আশঙ্কা আছে। 

রাজধানীর উত্তরার বালুর মাঠ এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে গেলো বছর থেকে পুলিশের তথ্য সংগ্রহের কার্যক্রমের কিছুই জানেননা এখানকার বাসিন্দারা।  

নগরীর প্রতিটি এলাকায় উঠান বৈঠকের মাধ্যমে এ কার্যক্রম সমর্পকে ধারণা দিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ এ ক্ষেত্রে অনেকটাই উপেক্ষা করা হচ্ছে।    

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানী, অধ্যাপক জিনাত আরা হুদা জানালেন, এ অবস্থায় রাজধানীর নিম্ন আয়ের মানুষের দিকে বিশেষ নজরদারির ব্যবস্থা করতে হবে। 

এদিকে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া নিজে এমন সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে তদারকি করছেন। তথ্য সংগ্রহে অনিয়ম হলে ছাড় দেয়া হবে না বলেও জানান ডিএমপির এই শীর্ষ কর্মকর্তা। 

তিনি বলেন, সুষ্ঠু তদারকির মাধ্যমে এই উদ্যোগ সফল করা হবে। 

 

 

আরকে/এসএস