images

আইন-বিচার / অন্যান্য

বিএনপি নেতা আসলাম চৌধুরীর জামিন বহাল

রোববার, ২৮ মে ২০১৭ , ১০:৩৮ এএম

images

রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব ও ব্যবসায়ী আসলাম চৌধুরীর হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

রোববার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসলামের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সাকিব মাহবুব। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
 
এর আগে গেলো ১৮ মে আসলাম চৌধুরীকে রাষ্ট্রদ্রোহ মামলায় ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর বেঞ্চ এ আদেশ দেন।

গেলো বছরের ২৬ মে ইসরায়েলের ক্ষমতাসীন দলের এক সদস্যে ও গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে মিলে বাংলাদেশে ‘সরকার উৎখাতের ষড়যন্ত্র’ করার অভিযোগে বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে পুলিশ।

এর আগে ২০১৬ সালের ১৫ মে ঢাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরের দিন তাকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয় পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।

এইচটি/এসএস