images

অন্যান্য / আইন-বিচার

পিলখানা ট্র্যাজেডি : সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ

মঙ্গলবার, ০৬ জুন ২০১৭ , ০৩:৪৬ পিএম

পিলখানায় বিডিআর হত্যা মামলায় নিম্ন আদালতে যাবজ্জীবন ও মেয়াদভিত্তিক সাজাপ্রাপ্ত আসামিদের সাজা বৃদ্ধি চেয়ে রাষ্ট্রপক্ষের ৩টি আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৩ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও জাহিদ সরোয়ার কাজল।

এর আগে গেলো ১৩ এপ্রিল রাষ্ট্রপক্ষ বিলম্বে আপিল করার যথাযথ যুক্তি দেখাতে না পারায় বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বে ৩ বিচারপতির বিশেষ বেঞ্চ সরকারের তিন আপিল খারিজ করে দেন।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআরের সদর দপ্তরে (বর্তমান বিজিবি) বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান।

ওই বছরের ২৮ ফেব্রুয়ারি লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা হয়। পরে মামলা দু’টি নিউমার্কেট থানায় স্থানান্তরিত হয়।

বিডিআর হত্যা মামলার বিচারের জন্য আলীয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত তৈরি করা হয়। সেখানে বিচার শেষে ঢাকা মহানগর তৃতীয় বিশেষ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান ২০১৩ সালের ৫ নভেম্বর রায় ঘোষণা করেন।

রায়ে বিডিআরের সাবেক ডিএডি তৌহিদসহ ১৫২ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

এছাড়া বিএনপির প্রয়াত সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ও স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরাব আলীসহ ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

অন্যদিকে ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পান ২৭৭ জন।

এইচটি/সি