images

আইন-বিচার / অন্যান্য

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির প্রতিবেদন ৩০ জুলাই (ভিডিও)

সোমবার, ১৯ জুন ২০১৭ , ১২:৫৩ পিএম

images

ফের পেছালো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় মুদ্রা পাচার ও তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ। নতুন দিন আসছে ৩০ জুলাই।

ঢাকা মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকীর আদালত তদন্ত প্রতিবেদন দেয়ার নতুন এ দিন ঠিক করেন।

সোমবার রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দেয়ার দিন ঠিক ছিল। কিন্তু তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করে ফের সময় আবেদন করে। পরে আদালত তা আমলে নিয়ে নতুন এ দিন ঠিক করেন।

গেলো বছরের ১৬ মার্চ কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলা তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন আদালত। কিন্তু আদালতে প্রতিবেদন দিতে এ পর্যন্ত ১৪ বার সময় নেয়া হয়েছে।

এর আগে ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়।

এ ঘটনায় ওই বছরের ১৫ মার্চ মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা। তবে তাতে সরাসরি কাউকে আসামি করা হয়নি।

 

 

এইচটি/জেএইচ