images

অন্যান্য / মিডিয়া

পিআইবির ই-লার্নিং প্লাটফর্ম সাংবাদিকতা শেখার নতুন দিগন্ত

সোমবার, ০১ আগস্ট ২০২২ , ০৯:১৭ পিএম

images

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন বলেছেন, ই-লার্নিং প্লাটফরমের মাধ্যমে সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সাংবাদিকতার মাধ্যমে জ্ঞানের দ্বার প্রসারিত হয় এবং মেধার স্বাক্ষর রাখা যায়। তবে অন্যের দ্বারা প্ররোচিত না হয়ে সচেতন থেকে গুজব প্রতিরোধে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকার কথা বলেন তিনি।

রোববার (৩১ জুলাই) বিকালে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ই-লার্নিং প্লাটফর্মের শিক্ষার্থীদের জন্য পেশাদারিত্বের মানোন্নয়নে তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দলমত নির্বিশেষে পদ্মা সেতু বাঙালি জাতির জন্য মাইলফলক। আজ পদ্মা সেতুর মতো বড় অবকাঠামো নির্মাণ করায় বহির্বিশ্বে বাংলাদেশের সম্মান সমুন্নত হয়েছে।

অনুষ্ঠানে সভা প্রধানের বক্তব্যে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, সাংবাদিকের সবচেয়ে বড় যোগ্যতা হল সমৃদ্ধ শব্দভান্ডার। একমাত্র সমৃদ্ধ শব্দভান্ডারই পারে বিশ্লেষণধর্মী সংবাদ প্রকাশ করতে।

সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে ই-লার্নিংয়ের বিকল্প নেই বলে মন্তব্য করে পিআইবির মহাপরিচালক বলেন, ই-লার্নিং এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ সময় অপচয় না করে মেধার আদান প্রদান করতে পারে নিমিষেই। ই-লার্নিং পদ্ধতি শুধু নিয়মিত শিক্ষার্থী কিংবা সাংবাদিকদের জন্য নয়, বরং শিখন পদ্ধতি চলমান থাকে যেসব পেশা, সেসব পেশাকে অগ্রাধিকার দিয়ে এর প্রসার ঘটাতে হবে।

সাংবাদিকরা জাতির প্রতিচ্ছবি আখ্যা দিয়ে সংবাদ মূল্যে রয়েছে এমন সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন জাফর ওয়াজেদ।

সমাপন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পিআইবির পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমান।

পিআইবি’র সহকারী প্রশিক্ষক ই-লার্নিং সমন্বয়ক নাসিমূল আহসানের সমন্বয়ে ও ই-লার্নিং ম্যানেজার শিপন মীরের তত্ত্বাবধানে প্রশিক্ষণে মোট ২৯ জন সাংবাদিক অংশগহণ করেন।