মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ , ০৫:৫৮ পিএম
আইসিটি ট্রেনিং ভ্যানের চাবি হস্তান্তর। অনাড়ম্বর অনুষ্ঠানে প্রগতি ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের এমডি মো. তৌহিদুজ্জামান এ চাবি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের নিকট হস্তান্তর করেন।
মঙ্গলবার যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে চাবি হস্তান্তর করা হয়।
বর্তমান বাংলাদেশ কম্পিউটার প্রশিক্ষণ সুবিধা জেলা শহর কেন্দ্রিক। উপজেলা পর্যায়ে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ এখনো সম্প্রসারিত না হওয়ায় গ্রামীণ যুবক ও যুবমহিলারা তথ্য প্রযুক্তি বিষয়ক এ সুবিধা হতে বঞ্চিত হচ্ছে। এছাড়া বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নের জন্য শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের কম্পিউটার বিষয়ে অধিক হারে প্রশিক্ষণ প্রদান করা প্রয়োজন। এ অবস্থায় গ্রামাঞ্চলের দরিদ্র কর্মপ্রত্যাশী যুবদের জন্য ভ্রাম্যমাণ আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে ইন্টারনেটসহ কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ’ (টেকাব) শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। এটা এ প্রকল্পের ২য় পর্ব
প্রথম পর্বে ৭টি আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে প্রশিক্ষণ চলমান রয়েছে। ২য় পর্বে আরও ১৪টি ভ্যান সংযোজনের মাধ্যমে এ প্রশিক্ষণ কার্যক্রমকে আরো বিস্তৃত ও বেগবান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, বিশেষ অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন এবং প্রগতি ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের এমডি মো. তৌহিদুজ্জামান।
আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদপ্তর ও প্রগতি ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।