images

অন্যান্য / স্বাস্থ্য

রোবটিক সার্জারি চালু করবে বিএসএমএমইউ

বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ , ১১:৫৭ পিএম

images

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রোবটিক সার্জারি সেন্টার চালু করা হবে। এক্ষেত্রে সার্জারি বিভাগ অগ্রণী ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।

বুধবার (২৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সি-ব্লকে সার্জারি বিভাগের ফেস-বি শিক্ষার্থীদের কোর্স সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শারফুদ্দিন আহমেদ বলেন, আজকের কোর্স সমাপনী অনুষ্ঠান ব্যতিক্রম ধর্মী হলেও এ ধরণের অনুষ্ঠান সকল বিভাগে হওয়া উচিত। এসব অনুষ্ঠানের মাধ্যমে বিভাগের সকলের মাঝে সম্পর্ক, সৌহার্দ্য বৃদ্ধি পায়। পরস্পরের প্রতি সহযোগিতার হাত প্রসারিত হয়। যারা পরীক্ষা দেবে তাদের সকলের জন্য শুভ কামনা রইল। পরীক্ষার যে ক’দিন বাকি আছে সে কয়দিন যাদের পড়াশোনায় ঘাটতি আছে সে সময় তা পূরণ করে নিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সার্জারি বিভাগের চেয়ারম্যান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ অনেকে।