বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩ , ১১:৩২ পিএম
দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার শিক্ষক ও ছাত্রদের প্রকাশিত বই নিয়ে ‘দারুননাজাত বই উৎসব’-এর আয়োজন করা হয়েছে। প্রথমবারের মতো এই উৎসব চলবে ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আ খ ম আবু বকর সিদ্দীক মাদরাসা ক্যাম্পাসের মেলামঞ্চে বইমেলা উদ্বোধন করবেন। সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা পর্যন্ত বই উৎসব চলেবে। থাকবে দারুননাজাত, বর্ণভাস্কর, কনজুমেট ও পুস্তক প্রকাশনীর স্টল।
দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আ খ ম আবু বকর সিদ্দীক বলেন, ‘আলহামদুলিল্লাহ! এই বই উৎসব দারুননাজাত মাদরাসার একটি নতুন সংযোজন। নতুন উদ্যোগ। আমরা দারুননাজাত পরিবারের পক্ষ থেকে এই উদ্যোগটিকে, এই উদ্যোগ গ্রহণকারী স্নেহের কবি ইয়াহইয়া ইউসুফ এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাই।’
তিনি বলেন, ‘এই উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের মনে বইয়ের প্রতি ভালোবাসা, বইয়ের প্রতি আগ্রহ নতুনভাবে সঞ্চার করবে। এই উদ্যোগ আরো বড় আকার ধারণ করবে। এবারে মূলত শিক্ষক শিক্ষার্থীদের লিখিত বই এখানে এসেছে। আমরা আশা করি দেশের সব স্তরের লেখক ভবিষ্যতে এতে অংশ নেবেন।’
‘দারুননাজাত বই উৎসব’-এর উদ্যোক্তা কবি ও শিল্পী ইয়াহইয়া ইউসুফ বলেন, ‘অনেক স্বপ্ন, অনেক সাধনা, অনেক পরিশ্রমের পর আমরা সফলতার দেখা পেতে চলেছি। আসলে সেই ছোটবেলা থেকে দারুননাজাতে থাকার কারণে এর প্রতি আমার দারুণ ভালোবাসা সৃষ্টি হয়েছে। দারুননাজাত সব সময় নতুনদের চিন্তা, নতুনদের ভাবনাকে গুরুত্ব দিয়ে থাকে এবং নতুন সংযোজন পছন্দ করে মেধাবিকাশ ও লালনের জন্য।’
ইয়াহইয়া বলেন, ‘আমাদের এই যাত্রা অগ্রযাত্রায় রূপান্তর করবে ভবিষ্যৎ প্রজন্ম। আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, আমাদের এই উদ্যোগ যেন সফল হয়।’