images

তথ্যপ্রযুক্তি / অন্যান্য

ছাঁটাই হওয়া সাত গুগল কর্মীর নতুন উদ্যোগ

বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ , ০২:০৫ পিএম

images

সম্প্রতি আর্থিক মন্দার কথা চিন্তা করে বিশ্বের বহু নামকরা কোম্পানিই তাদের কর্মীর সংখ্যা কমিয়ে আনতে শুরু করেছে। গুগল তার মধ্যে অন্যতম। প্রযুক্তি জায়ান্টটি এখন পর্যন্ত ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে। এই ছাঁটাইয়ের মধ্যে এলো মন ভালো করা খবর।

গুগল থেকে ছাঁটাই হওয়া ১২ হাজার কর্মীর মধ্যে সাতজন যৌথ প্রচেষ্টায় নিউইয়র্কে একটি ডিজাইনিং স্টুডিও খুলেছেন। তাদের মধ্যে অন্ততম হেনরি কির্ক।

এক টুইটে হেনরি কির্ক জানিয়েছেন, ১৮ দিন আগেও আমার এবং বাকি ছয়জনের পরিচয় ছিল তারা গুগল কর্মী। যে ১২ হাজার কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে, তাদের মধ্যে আমরা সাতজনও রয়েছি। গত আট বছর ধরে গুগলের সঙ্গে যুক্ত ছিলাম। আট বছরের পরিশ্রম জলে গেল। জলে গেল আমাদের দক্ষতা।

হেনরি আরও জানিয়েছেন, কিন্তু এটা মনে-প্রাণে বিশ্বাস করি, কঠিন পরিশ্রম করলে তার ফলও ইতিবাচক হয়। চাকরি হারিয়ে মানসিক দিক থেকে যে ধাক্কা খেয়েছিলাম, সেই ধাক্কা আমায় নতুন কিছু করে দেখানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল। আমি আমার আগের সংস্থার ছয়জনকে নিয়ে নিউইয়র্ক এবং সানফ্রান্সিসকোতে ডিজাইনিং স্টুডিও খুলেছি। আশা করি, আপনারা স্টুডিও দেখে আপনাদের নিজস্ব মতামত দেবেন।

আরও পড়ুন : ফেসবুক ও মেসেঞ্জারেও চ্যানেলস চালুর পরিকল্পনা

আরও পড়ুন: স্মার্টফোন ভেঙে গেলে ডাটা উদ্ধারের উপায়