images

অন্যান্য / শিক্ষা

‘এখন আর কোনো স্কুলে ভাঙা বেড়া বা টিনের চালা নেই’

বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩ , ১০:৫৮ পিএম

images

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা খাতের আমূল পরিবর্তনে সরকার কাজ করছে। গত এক দশকে শিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এখন আর কোনো স্কুলে ভাঙা বেড়া বা টিনের চালা নেই। 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বাড্ডার সানভ্যালি সরণিতে অবস্থিত গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের (জিআইএস) ক্যাম্পাস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার পরিবেশ সব সময় সুন্দর রাখতে হবে। স্মার্ট শিক্ষার্থী গড়তে হলে স্মার্ট পরিবেশ প্রয়োজন। আমাদের যেসব স্কুলে তুলনামূলক সুযোগ-সুবিধা কম সেসব বিদ্যালয়েও সুন্দর পরিবেশ তৈরি করতে হবে।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।