বুধবার, ০৫ জুলাই ২০২৩ , ০৭:৩২ পিএম
মোবাইলে সাধারনত ভাইরাস আক্রমণ করে না। তবে ম্যালওয়্যার আক্রমণ করতে পারে। যেটা আসলে মোবাইল ফোনের ভাইরাসই বলা চলে। আপনার কাছে অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা অ্যাপেলের আইফোন যাই থাকুক না কেন, সাইবার অপরাধীরা ক্ষতিকারক ভাইরাস ছড়িয়ে আপনাকে যে কোনো সময় ভয়ঙ্কর বিপদের মুখোমুখি করতে পারে। তাই ফোনে ভাইরাস আছে কি না যদি সে সম্পর্কে জেনে রাখা যায় তাহলে এই ধরনের বিপদের হাত থেকে অনেকটাই নিরাপদে থাকা যাবে।
ম্যালওয়ার আক্রান্ত ডিভাইসগুলো বোঝার সহজ উপায় হলো, যখন আপনি অযাচিত প্রচুর বিজ্ঞাপন দেখবেন, বারবার ডেটা এরর হতে দেখবেন, কিংবা ডিভাইসটি হঠাৎ করে আগের চেয়ে ধীরে চলতে দেখবেন, খুব তাড়াতাড়ি ডিভাইসের ব্যাটারির চার্জ শেষ হয়ে যাচ্ছে, তখন বুঝবেন আপনার ফোন কোনওভাবে ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে সাধারণত অযাচিত অ্যাপ ডাউনলোড হয়ে যায়, ম্যালওয়ার, রামসনওয়ার ঢুকে যায় ডিভাইসে। সে ক্ষেত্রে কী করলে আপনার ডিভাইসটি থেকে ভাইরাস মুক্ত করা যাবে সেই উপায়গুলো রইল আপনাদের জন্য-