images

অন্যান্য / শিক্ষা

শিশুর ব্যাগে শুধু অনুমোদিত বই

মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭ , ০৮:৫৯ পিএম

images

অনুমোদিত বই ও উপকরণ ছাড়া অন্য কিছু প্রাথমিক পর্যায়ের শিশুর ব্যাগে করে বিদ্যালয়ে বহন করে আনা নিরুৎসাহিত করতে পরিপত্র জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

পরিপত্রে বলা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়গামী শিশুর জন্য যেসব বই অনুমোদন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, সেসব বহন করতে সমস্যা হওয়ার কথা নয়। হাইকোর্টের রায় অনুযায়ী ব্যাগের ওজন যেন শিশুর ওজনের ১০ শতাংশের বেশি না হয়, সে বিষয়ে সতর্ক হওয়া বাঞ্ছনীয়।

এতে আরো বলা হয়েছে, ভারি ব্যাগ বহনের কারণে যাতে শিশুর পিঠে ব্যথা বা সোজা হয়ে দাঁড়াতে সমস্যা না হয়, সেজন্য অনুমোদিত বই ও উপকরণ ছাড়া অন্য কিছু ব্যাগে করে বিদ্যালয়ের বহন করে আনা নিরুৎসাহিত করতে হবে।

বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকসহ সব শিক্ষক, বিদ্যালয়ের এস. এম. সি. ও অভিভাবককে বিষয়টি নিশ্চিত করার কথাও বলা হয়েছে পরিপত্রে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক; আট বিভাগের প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক; জেলা, উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তা এবং প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সুপারিন্টেনডেন্টদের জ্ঞাতার্থে ও কার্যার্থে পরিপত্রটি জারি করা হয়েছে।

গত ৫ অক্টোবর অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু হেনা মোস্তাফা কামালের সই করা পরিপত্রটি মঙ্গলবার হাল-নাগাদ করা হয়েছে।

কে