images

তথ্যপ্রযুক্তি / অন্যান্য

বছরের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে শনিবার

শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩ , ১০:৩৫ পিএম

images

চলতি বছরের শেষ সূর্যগ্রহণ শনিবার (১৪ অক্টোবর) দেখা যাবে। এর আগে, ১৮৪৫ সালে অমাবস্যার সময় সূর্যগ্রহণ হয়েছিল।

জানা গেছে, শনিবার আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে বিকেল ৪টা ৩৪ মিনিটে গ্রহণ শুরু হবে। গ্রহণ ছেড়ে যাবে রাত ২টা ২৫ মিনিটে। এসময় সূর্যের ওপর চাঁদের ছায়া পড়বে। কিন্তু সেটা সূর্যকে সম্পূর্ণরূপে ঢাকতে পারবে না। চাঁদের চারপাশে সূর্যের লাল আলোর রিং বা বলয় দেখা যাবে। দিনটি শনিবার হওয়ায় বিরল এই গ্রহণকে শনির অমাবস্যার সূর্যগ্রহণ বলা হচ্ছে।

তবে বাংলাদেশ থেকে বছরের দ্বিতীয় এবং শেষ এই সূর্যগ্রহণ দেখা যাবে না। 

বছরের এই শেষ সূর্যগ্রহণ উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আফ্রিকা, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে দেখা যাবে।