images

অন্যান্য / শিক্ষা

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার বিষয়ে ঢাকায় বসছে এডুকেশন এক্সপো

বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪ , ০৬:৩৩ পিএম

images

এডুকেশন কনসালট্যান্সি প্রতিষ্ঠান ‘পিএফইসি গ্লোবাল’ আয়োজনে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার বিষয়ে ঢাকায় ‘অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো’ বসছে।  

১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ঢাকার ওয়েস্টিন হোটেলে সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই এক্সপো চলবে।

আগ্রহী যেকোনো শিক্ষার্থী ৪০টিরও বেশি বিশ্ববিদ্যালয় প্রধিনিদের সঙ্গে সরাসরি তাদের কোর্স, স্কলারশিপ, অ্যাডমিশন ও পড়াশোনা পরবর্তী কাজের সুযোগ সম্পর্কিত যেকোনো বিষয়ে আলোচনা করতে পারবেন। দিনব্যাপী চলা এই ইভেন্টে আগ্রহী শিক্ষার্থীরা তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রোগ্রাম, বিষয় ও টিউশন ফী সম্পর্কিত সকল তথ্য পাবে এই এক্সপোটিতে। এছাড়া  শিক্ষার্থীরা বৃত্তি সুবিধার পাশাপাশি, এক্সপো চলাকালীন কোন ফি ছাড়াই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদনের সুযোগ পাবেন।

সবশেষে ইভেন্টে অংশগ্রহণকারীদের জন্য থাকছে আকর্ষণীয় গিফট । অন-স্পট অ্যাডমিশনে থাকছে শিক্ষার্থীদের জন্য একটি স্মার্ট ওয়াচ এবং পরবর্তীতে পিএফইসি গ্লোবালের মাধ্যমে ভিসা আবেদন সফল হলে মিলবে একটি অ্যাকশন ক্যামেরা। তাছাড়া আগ্রহী শিক্ষার্থীদের জন্য আইইএলটিএস এবং পিটিই কোর্সে থাকছে ২৫ শতাংশ ছাড়।