images

অন্যান্য / শিল্প-সাহিত্য

দাউদকান্দি সাহিত্য সংসদ আয়োজিত স্বরচিত কবিতা পাঠ

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ০১:০১ পিএম

দাউদকান্দি সাহিত্য সংসদের আয়োজনে স্বরচিত কবিতা পাঠ ও সাহিত্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) বিকেলে দাউদকান্দি উপজেলার গৌরীপুরে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক কবি আলী আশরাফ খানের সভাপতিত্বে এবং দাউদকান্দি সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা ও সদস্য সচীব সাংবাদিক শরীফ প্রধানের সঞ্চালনায় কবিতা পাঠের আসরটি সম্পন্ন হয়।

প্রধান অতিথি হিসেবে কবিতা পাঠ করেন ছড়াকার খন্দকার আল মামুন। বিশেষ অতিথি হিসেবে ভয়েস আর্টিস্ট এসএম মিজান, গীতিকার ইউসুফ নাছির কবিতা পাঠ করেন। অন্যান্যের মধ্যে কবিতা পাঠ করেন, মোহাম্মদ শাহআলম সরকার, মোহাম্মদ সাইফুল ইসলাম, মো: কামরুল হাসান, মোহাম্মাদ আবু জাফর, রোকশানা আক্তার ও মহিউদ্দিন।

স্বরচিত কবিতাগুলোর মধ্যে ছিলো, স্রস্টার দয়া ও মহিমার বর্ননা, তীব্রতাপদাহ, দাউদকান্দি আমার জন্ম ভূমি, আমি মুসলীম, কিশোর গেং, সমসাময়িক বিষয়, প্রেম ও প্রকৃতি নিয়ে। কবিতা পাঠ শেষে কামরুল হাসানের একক ও যৌথ লেখা ৩টি কবিতার বই  কবি আলী আশরাফ খানকে উপহার দেন।